শ্বাস বন্ধ করে ভাল্লুকের আক্রমণ থেকে প্রাণে বাঁচার গল্প অনেকেরই জানা। কিন্তু সেই চালাকি কাজে লাগিয়ে বাঘের থাবা থেকে বাঁচা! এও কি সম্ভব? বাঘেরও কী তবে রুচি অরুটি আছে? মানুষ জ্যান্ত না হলে ছোঁয় না বাঘও!
বনকর্তা পারভীন কাসওয়ানের শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, মহারাষ্ট্রের ভান্ডারা জেলার তুমসারে জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়েছে একটি বাঘ। বেশ কিছু মানুষ তাড়া করছে বাঘটিকে। এরই মাঝে এক ব্যক্তির বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে বাঘটি। যদিও নিমেষে ওই ব্য়ক্তিকে ছেড়ে অন্যত্র ছুট দেয় বাঘ বাবাজি। কারণ, শ্বাস বন্ধ করে মড়ার মতো পড়েছিলেন ওই ব্যক্তি। বরাত জোরে প্রাণেও বাঁচলেন।
৩০ সেকেন্ডের ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অনেকে আবার রি-টুইটও করেছেন ওই ভিডিও।
এক ঝলকে দেখে নিন সেই ভিডিওটি:
You want to see how does a narrow escape looks like in case of encounter with a #tiger. #Tiger was cornered by the crowd. But fortunately end was fine for both man and tiger. Sent by a senior. pic.twitter.com/1rLZyZJs3i
Here's the full video pic.twitter.com/Avvci4Bnhg
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন