যা পাওয়ার কথা, তার চেয়ে বেশি যদি অপ্রত্যাশিতভাবে মিলে যায় তাহলে কে না খুশি হয়!
আর ঠিক তাই ম্যাগির প্যাকেটে একটার বদলে দু’টো মশলা পেয়ে ভীষণ খুশি আইপিএস মোহিতা শর্মা গর্গ।আসলে সময়টা ভীষণই ভালো যাচ্ছে তাঁর। কেবিসি-তে অমিতাভ বচ্চনের সামনে হট সিটে বসে ১ কোটি জেতা, রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়ার পর ম্যাগির প্যাকেটের দু’টো মশলা পেয়ে খুব খুশি তিনি।
কেবিসি-১২ সিজনে মোহিতা দ্বিতীয় খেলোয়াড় যিনি কোটি টাকা জিতেছেন। ১৭ নভেম্বর সেই পর্ব সম্প্রচারিত হয়েছে। ঠিক তার পরের দিনে ম্যাগিতেও বাড়তি মশলা পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হয়েছে তাঁর।
Just after winning #KBC12, got 2 masala sachets in 1 #maggi packet. Never thought would get so lucky.
God is kind today???? ????????????????@GargRushal_IFS @SrBachchan @SonyTV @NestleIndia pic.twitter.com/9NMmbCJm2k
মজা করেই সেই ছবি পোস্ট করেছিলেন টুইটারে। চোখের নিমেষে তা ভাইরাল হয়ে গিয়েছে।আসলে যত সামান্য জিনিসই হোক না কেন, অপ্রত্যাশিতভাবে বাড়তি কিছু পেলে মনটা বড় ভালোই লাগে।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন