দূরপাল্লার ট্রেনে কোথাও যেতে হলে অনেকেরই পছন্দ থাকে সাইড লোয়ার বার্থ। কারণ, এই আসনটায় বেশ পা ছড়িয়ে পিঠে হেলান দিয়ে জানলার বাইরের দৃশ্য দেখা যায়। এই মজাটা আর কোনও আসনে এভাবে থাকে না। অন্য সিটে জানলার ধার মিললেও পা ছড়িয়ে বসে দৃশ্য দেখা যায় না।
তবে সাইড লোয়ার বার্থে একটা অসুবিধে ছিল এতদিন ধরে। যেহেতু দু'টি বসার আসন জুড়ে এখানে বার্থ হয় তাই মাঝে একটা বড় খাঁজ থাকে। ফলে বসার সময় অসুবিধে না হলেও, শুতে গেলেই পিঠে লাগে, অস্বস্তি হয়। তবে ভারতীয় রেল এবার সেই সমস্যা দূর করতে চলেছে। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে সাইড লোয়ার বার্থের সমস্যা দূর করতে নতুন নকশা তৈরি হয়েছে। কীভাবে সেটা কাজ করছে দেখাচ্ছেন এক আধিকারিক। দেখুন সেই ছবি...
If you get a side birth, no worry. Now improvised side birth.???????? pic.twitter.com/DcC485F3uU
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন