বন্ধুত্ব কারে কয়! তার আসল সংজ্ঞা বোঝাল মাছ-হাঁসের যুগলবন্দি।
পুকুর পাড়ে রাখা মুরগি-হাঁসের জন্য শস্যদানা। তা সযত্নে মাছেদের খাইয়ে দিতে দেখা গেল হাঁসকে। তার চ্যাপটা ঠোঁটে অনবরত শস্যদানা ভরে ছেড়ে দিচ্ছে জলের মধ্যে। আর তা খাচ্ছে মাছ। মাছ-হাঁসের বন্ধুত্বে মুগ্ধ হয়ে একটি ভিডিও করেন প্রবীণ কাসওয়ান। তিনি বন দফতরের এক কর্তা। তিনি সোশ্যাল সাইটে ভিডিওটি দিতেই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, হাঁসগুলো আমাকে শিখিয়ে দিল বন্ধুত্ব বলতে আসলে কী বোঝায়? এই মাছগুলো একজন ভালো বন্ধু পেয়েছে।
দেখে নিন অকৃত্রিম বন্ধুত্বের ভিডিওটি...
Show me a better example of friendship. These fish got one good friend. #FB. pic.twitter.com/oBfpKqyhiO
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন