ফিরে এল কি জুরাসিক যুগ ! ফ্লোরিডায় দাপিয়ে বেড়াচ্ছে বেবি ডাইনোসর। ভ্যালেনসিয়া ও কান্ট্রি ক্লাবের কাছে জেফ জোনস নামে এক ব্যক্তি একটি বিশালাকার প্রাণীর ভিডিও করেছেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাঁর ভিডিওটি বহুজন শেয়ার করেন সম্প্রতি যা ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা বিশালাকার প্রাণীটি একটি বাচ্চা ডাইনোসরের মতো। ভিডিওটি নকলও নয়।
HOLY GATOR????: take a look at this massive gator walking through Valencia Golf Course in Naples. He looks like he belongs in Jurassic park!
— Nicolette Perdomo (@NickiPerdomo) November 12, 2020
????: Tyler Stolting pic.twitter.com/skr3Du9EBQ
ফ্লোরিডায় অ্যালিগেটর বা বিশাল কুমিরের ঘোরাঘুরি খুবই চেনা দৃশ্য। আদিযুগের উত্তরাধিকারীদের এখানে হামেশাই দেখা যায়। বিস্ময়কর অ্যালিগেটরকে নিয়ে স্থানীয় দৈনিক সংবাদপত্রে সংবাদ প্রকাশিতও হয়। এখন বিশালাকার এই প্রাণীটির ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। তবে কি জুরাসিক যুগ ফিরে এল !
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন