যত কাণ্ড যোগী রাজ্যে ! হাথরস না হয় ছেড়েই দিন। জন্মদিনের কেক কাটতেও পিস্তলের ব্যবহার। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলার এমনই হালচাল। ২০ সেকেন্ডের ভিডিওটি সমাজ মাধ্যমে এখন ভাইরাল। ভিডিওতে লাল জামা পরা যুবকটিকে কেক কাটার জন্য পিস্তল বার করতে দেখা গিয়েছে।জন্মদিনের পার্টিতে যোগদানকরী এবং মজা দেখতে ভিড় করা জনতার উল্লাসের মধ্যে পিস্তল বের করে কাটে ওই যুবক। পিস্তল দিয়ে জন্মদিনের কেক কেটে বাহাদুরি দেখাতে গিয়ে এখন শ্রীঘরে দুই যুবক। পিস্তল জন্মদিনের উদযাপনেও সেখানে পিস্তলের ব্যবহার হয় তা সামনে এসে পড়েছে হাপুর জেলা পুলিশের টুইটে। পুলিশ ধৃত দুই যুবকের থেকে পিস্তল হাতে তাদের কেক কাটার বাহাদুরির ভিডিও প্রমাণ হিসেবে যোগাড় করেছে। ভিডিও দেখে নেটিজেনরা বিস্মিত। দ্বিধাবিভক্তও। তবে ধৃত যুবকদ্বয় এখন পুলিশের কব্জা থেকে কীভাবে মুক্তি পাবে সেই চিন্তায় মশগুল।
बर्थडे पार्टी पर तमंचे से केक काटकर जश्न मनाते हुए सोशल मीडिया पर वायरल वीडियो के सम्बन्ध में थाना हापुड नगर पुलिस ने त्वरित कार्यवाही करते हुए 02 आरोपियों को किया गिरफ्तार, जिनके कब्जे से केक काटने में प्रयुक्त असलहा बरामद।@Uppolice@dgpup@adgzonemeerut#Hapurpolice pic.twitter.com/gfz6XSAsTb
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন