আমি বউবাজারে থাকতাম। এখন এলাকাটা দেখলে আমার কষ্ট হয়। আমার প্রশ্ন হল, এত বড় বড় ইঞ্জিনিয়ার এই কাজটা করছেন, তাঁরা জানতেন না যে মাটির তলা দিয়ে যন্ত্রটি নিযে যাওয়ার সময় বিপদ হতে পারে? তা হলে কেন তাঁরা আমাদের এই বিপদে ফেললেন? আমরা কি কোনও দিন আর বাড়িতে ফিরতে পারব? আমার জন্মের আগের তৈরি এই বসতের কি সত্যি কোনও ক্ষতিপূরণ হয়? সরকার পারবে আমাদের ওই দিনগুলো ফিরিয়ে দিতে? প্রথম বছর পুজোয় এবার বাড়ির বাইরে আছি। সব আনন্দ শেষ হয়ে গেছে।