ভিডিও ক্রেডিট : লকডাউন প্রোডাকশন
নিরাবতা গল্প বলে। সেই কথা আবার প্রমাণ করল মারণ ভাইরাস। করোনার গ্রাসে মানব সমাজ আজ নিরব দর্শক। মানব সভ্যতা ভাল না থাকলেও ভাল আছে পৃথিবী। এমনই কিছু অপ্রিয় সত্য তুলে ধরল লকডাউন প্রোডাকশনের নির্মিত ছোট দৈর্ঘের চলচ্চিত্র 'স্ট্রিপড'। মুখে শব্দচয়ণ ছাড়াও যে অনেক কিছু বোঝানো যায়, তারই উদাহরণ ঘরে বসেই দিলেন শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত সহ ২৬জন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। তাদের সঙ্গে পাল্লা দিয়েছেন 'তাঁরা' এই 'তাঁরা' বলতে কাদের কথা বলছি? দেখুন না ভিডিওটি। তাহলেই বুঝে যাবেন।