১২ ফুট লম্বা, বিশালদেহী কুমির উদ্ধার হল গুজরাতের বড়োদরার রাভাল গ্রামের একটি ক্যানেল থেকে।পাঁচ ঘণ্টার চেষ্টায় কুমিরটিকে বাগে এনে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।গ্রামেই রয়েছে নর্মদা ক্যানেল সোলার প্ল্যান্ট স্টেশন।এই ক্যানেলের জল গ্রামবাসীরা ব্যবহার করেন। সোলার প্ল্যান্ট স্টেশনের এক আধিকারিক ক্যানেল বিরাট কুমির দেখে গ্রামবাসীদের খবর দেন। কুমিরটিকে বাগে আনতে গ্রামবাসী ও বনকর্মীরা হিমশিম খেয়ে যান।