কিংবদন্তী ফুটবলার পিকে ব্যানার্জী হাসপাতালে ভর্তি। ৮৪ বছরের এই খ্যাতনামা ফুটবলার বেশ কিছুদিন ধরেই স্নায়ুর রোগে ভুগছিলেন। আজ, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ তিনি অসুস্থ বোধ করায় তাঁকে মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
কলকাতা ময়দানে সুপরিচিত পিকে কোনওদিনই বড় ক্লাবে খেলেন নি। চিরকাল খেলে গেছেন ইস্টার্ন রেলের হয়ে। ওই ক্লাব থেকেই দেশের হয়ে খেলেছেন। ১৯৫৬র মেলবোর্ন অলম্পিক্স, ১৯৬০র রোম অলিম্পিক্সে খেলেছেন তিনি। এছাড়াও একাধিকবার খেলেছেন এশিয়ান গেমসে। খেলোয়াড় জীবনে তাঁর অবদানের জন্য পেয়েছেন পদ্মশ্রী সম্মান।
খেলোয়াড় হিসেবে মাঠ ছাড়ার পর শুরু করেন কোচিং। তাঁর কোচিং ক্যারিয়ারও দারুন সফল। সেই সময়েই তিনি খেলোয়াড়দের টেকনিক শেখানোর পাশাপাশি তাঁদের উজ্জিবীত করতে ভোকাল টনিক দিতেন। তাঁর সেই ভোকাল টনিক এতটাই ্জনপ্রিয় ছিল যে সমস্ত খেলোয়াড়ই তাতে দারুন চনমনে হয়ে মাঠে নামতেন।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন