এবার ওয়েবসিরিজ তৈরিতে হাত দিচ্ছেন ২২ গজের ক্যাপ্টেন কুল। কেউ কিছু আঁচ করার আগেই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১৫ অগস্ট অবসরের দিন ঘোষণা করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার ধোনি এনটারটেনমেন্ট তৈরি করতে চলেছে কল্পবিজ্ঞানের ওয়েবসিরিজ। যদিও এ কথা জানাননি ধোনি। জানিয়েছেন তাঁর স্ত্রী সাক্ষী। প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। সাক্ষী জানিয়েছেন, সংস্থার হাতে বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২১ সালের মধ্যে ওই ওয়েবসিরিজ তৈরি হয়ে যাবে। প্রস্তাবিত ওয়েবসিরিজ কল্পবিজ্ঞানের ওপর ভিত্তি করে। ধোনির সংস্থা একজন নবীন লেখকের অপ্রকাশিত রচনার সত্ত্ব কিনেছে বলে জানিয়েছেন সাক্ষী। একটি প্রত্যন্ত দ্বীপে রহস্যময় যাত্রার সূত্র ধরে গল্প এগোবে। এই ওয়েবসিরিজ তৈরিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে বলে তিনি জানিয়েছেন।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন