হেলিকপ্টার দুর্ঘটনায় কোবে ব্রায়ান্ট ও তাঁর মেয়ের মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্ববাসী। তবে কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যু ঘিরে সোশ্যাল মিডিয়ায় এখন জল্পনা তুঙ্গে। কারণ, কোব যে মারা যাবেন হেলিকপ্টার দুর্ঘটনায় তেমনই ভবিষ্যৎবাণী ছিল।এ নিয়েই তোলপাড় নেট দুনিয়া। ভবিষ্যৎবাণী নিয়ে চলছে জোর আলোচনা, তর্ক, বিতর্ক...
Is this Time Travel or predictions? Anyways what @dotNoso wrote 8 years ago has real happen. Rip Black Mamba! pic.twitter.com/GJ1SgW5065
— Comfort B Kimambo (@Mrs_bauer90) January 27, 2020
টুইটারে ‘ডট নোস’ নামে একটি প্রোফাইলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেটিজেনরা দাবি করছেন, এই ব্যক্তি নাকি ২০১২ সালের নভেম্বর মাসে ভবিষ্যৎবাণী করেছিলেন কোবের মৃত্যু হবে।
here it is pic.twitter.com/YSIqiK3izK
— Shuaib Salim (@Cannibera) January 27, 2020
‘ডট নোস’-এর টুইট ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আরও একটি ভিডিও। সোশ্যাল মিডিয়ার দাবি, একটি কার্টুনে ২০১২ সালে দেখান হয়েছিল দুটি ট্রফি হাতে ভাঙা হেলিকপ্টার থেকে বেরিয়ে আসছেন কোবে ব্রায়ান্ট। এই দুটি পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়া এখন একটাই প্রশ্ন ঘুরছে তবে কি আগে থেকেই নিশ্চিত ছিল হেলিকপ্টার দুর্ঘটনায় কোবের মৃত্যু হবে?
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন