চলে গেলেন ক্রিকেট কিংবদন্তি ডিন জোনস। মাত্র ৫৯ বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। মুম্বইয়ে এসেছিলেন আইপিএলের ধারাভাষ্যকর হিসাবে। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জোন্সের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট বিশ্বে।
Horrible news to wake up to...
— Sir Vivian Richards (@ivivianrichards) September 24, 2020
You were more than a player I had played against, you were my friend, my brother. Will deeply miss your smile & your presence where ever cricket is played around the world.
Rest In Peace Deano man. The world needed more from you! Always in my ❤️ pic.twitter.com/N9gwAoUgSc
স্পিন হোক বা পেস, ব্যাট হাতে সব বোলারকেই নিজের দক্ষতায় পরাস্ত করেছেন তিনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও ছাড়েননি ক্রিকেটকে। ধারাভাষ্যকর হিসাবে সুনাম অর্জন করেছিলেন অল্প সময়েই। ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবেও নামডাক ছিল তাঁর। আর সেই ক্রিকেট প্রেমকে সঙ্গে নিয়েই না ফেরার দেশে রওনা দিলেন জোন্স।
Absolutely heartbreaking news about Dean Jones passing away.
— Sachin Tendulkar (@sachin_rt) September 24, 2020
A wonderful soul taken away too soon. Had the opportunity to play against him during my first tour of Australia.
May his soul rest in peace and my condolences to his loved ones. ???????? pic.twitter.com/u6oEY1h7zz
Shocked to hear about the tragic loss of Dean Jones. Praying for strength and courage to his family and friends. ????????
— Virat Kohli (@imVkohli) September 24, 2020
আইপিএলের ধারাভাষ্যকর ও ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবে মুম্বইয়ে এসেছিলেন প্রাক্তন এই অস্ট্রেলিয় ক্রিকেটার। আইপিএলের বুধবারের ম্যাচেও তাঁর ধারাভাষ্য শোনা গেছে। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ দক্ষিন মুম্বইয়ে যে হোটেলে তিনি ছিলেন সেখানে ব্রেকফাস্ট সেরে ব্রিফিং সেশনে উপস্থিত হয়েছিলেন তিনি। সেকানেই সহকর্মীদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় হঠাতই মাটিতে লুটিয়ে পড়েন ডিন। তড়িঘড়ি তাঁকে হরকিষনদাস হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। জোন্সের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ক্রিকেট মহলে। টুইট করে শোক প্রকাশ করেছেন ভিভ রিচার্ডস, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি।
Really shocking to lose a colleague and a dear friend - Dean Jones. Gone so young. Condolences to the family and may his soul rest in peace #RIPDeanJones ???? - @cricketcomau pic.twitter.com/pckNBow5Sv
— Ravi Shastri (@RaviShastriOfc) September 24, 2020
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন