আর মাত্র দু’বছর। তারপর চাঁদে গিয়েও ফোনে ও ভিডিও কলিংয়ে কথা বলতে পারবেন নভোশ্চররা। আর ভবিষ্যতে আম-আদমিও!
চাঁদকে ভবিষ্যতের বাসযোগ্য জায়গা করতে বহু দিন ধরে চলছে নাসার তত্পরতা। তারই অঙ্গ হিসেবে এবার চাঁদে ইন্টারনেট পরিষেবা চালুর বরাত পেল ফিনল্যান্ডের সংস্থা নোকিয়া। ২০২২ সালের মধ্যেই ইন্টারনেট সংযোগ-এর কাজ সেরে ফেলবে সংস্থা।
২০২৪ সালের মধ্যে চাঁদে মানুষের উপস্থিতির লক্ষ্য নির্ধারণ করেছে নাসা। ‘আর্টেমিস প্রোগ্রাম’ এ প্রথমে মহিলা ও পরে পুরুষ মহাকাশচারীদের পাঠানো হবে।তারপরের লক্ষ্য ক্রমাগত রিসার্চের মাধ্যমে চাঁদকে মানুষের বাসযোগ্য করে তোলা। রিসার্চের সুবিধাতেই ইন্টারনেট পরিষেবা। এই পরিষেবা চালু হলে, চাঁদ থেকেই মহাকাশচারীরা ফোনে পৃথিবীতে কথা বলতে পারবেন।পৃথিবী থেকে পাঠানো ‘লুনার রোভার’ –কেও রিমোটে কন্ট্রোল করা যাবে।
ইন্টারনেট পরিষেবার জন্য চাঁদে প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছে দেবে টেক্সাসের একটি সংস্থা। আর নোকিয়া জানিয়েছে, ফোন ও ভিডিও কলের পরিষেবা যাতে চাঁদে বসে মেলে সেটা তারা দেখবে।
বিশ্বের সর্বত্র এখনও ইন্টারনেট পরিষেবা পৌঁছয়নি। প্রত্যন্ত এলাকায় পরিষেবা পৌঁছনোর আগেই চাঁদে চালু হয়ে যাবে ফোরজি ইন্টারনেট।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন