আপনার কাছ থেকে কোনও জিনিস হারিয়ে গেলে আপনি কী করবেন? নিশ্চই খুঁজবেন।
কিন্তু জানেন কি মহাকাশে কোনও জিনিস হারিয়ে গেলে কী হয়?
মহাকাশেই হারিয়ে গিয়েছে আয়না। জানেন সেই আয়নাটার কী হয়েছে।
আসলে আন্তর্জাতিক স্পেস স্টেশনের (ISS) বাইরে ব্যাটারি বদলের কাজ করছিলেন নাসার দুই মহাকাশচারী ক্রস ক্যাসেডি ও বব ভেনকেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনের বাইরে বেরিয়ে যাওয়া ও কাজ করার সময় কোনও এক ফাঁক খুলে যায় ক্রসের জামার সঙ্গে লাগানো আয়না।প্রথমটায় বুঝতেই পারেননি ওই মহাকাশচারী। যখন বুঝতে পেরেছেন ততক্ষণে হাতের বাইরে আয়না। আসলে পৃথিবীতে যদি কারও হাত থেকে আয়না পড়ে যায় তাহলে সেটা ভেঙে যাওয়ার সম্ভবনাই প্রবল। কতজোরে কোথায় আয়নাটা পড়ছে তার ওপর নির্ভর করে সেটা চিড় খাবে না ভেঙে গুঁড়ো হবে। কিন্তু মহাকাশ থেকে কোথায় পড়বে আয়না?
সেই আয়না এখন মহাকাশের আবর্জনা হয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর কক্ষপথে। জানা গিয়েছে, ক্রস যখন কাজ করছিলেন অন্ধকারে স্পেসস্যুটের সঙ্গে থাকা কবজিতে বাঁধা ৫ ইঞ্চি বাই তিন ইঞ্চি আয়নাটা পড়ে যায়। পরে আলোয় এসে জামা পরীক্ষা করতে গিয়ে বুঝতে পারেন তা হারিয়ে গিয়েছে। মহাকাশে তা কোথায় চলে গিয়েছে খোঁজ পাওয়া অসম্ভব। কারণ, সেকেন্ডে এক ফুট গতিতে এগিয়ে গিয়েছে সেটি মহাশূন্যে।
নাসা সূত্রে জানা গিয়েছে, হাতে বাঁধা আয়নাটি দেখার সুবিধের জন্য ব্যবহার হয়। স্পেস স্টেশনে কিছু পুরনো ব্যাটারি বদলে নতুন লিথিয়াম আয়ন ব্যাটারি লাগানো হচ্ছে। এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়েই স্পেস এক্স যানে চেপে গত মাসেই স্পেস স্টেশনে পৌঁছেছিলেন ওই মহাকাশচারীরা।
আসলে মহাকাশে কোনও কিছু ভেঙে গেলে বা হারিয়ে গেলে তা কিন্তু আকাশ থেকে টুপ করে পৃথিবীর মাটিতে পড়ে না। পড়ার সম্ভবনা কখনও হতে পারে না তা নয়। কিন্তু তেমনটা সচরাচর হয় না। এই হারিয়ে যাওয়া বা ভেঙে যাওয়া জিনিসপত্র পৃথবীর কক্ষপথ ধরে ঘুরতে থাকে। একটা ছোট স্ক্রু থেকে শুরু করে অকেজো উপগ্রহ, পুরনো রকেটের ভাঙা অংশ সমস্ত কিছুই মহাকাশে আবর্জনা হয়ে ঘুরতে থাকে। এবার সেই তালিকায় গিয়েছে আয়নাটিও। মহাকাশের এই বর্জ্য নিয়েই বর্তমানে চিন্তায় বিজ্ঞানীরা। কারণ, আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাজ করতে গিয়ে যেমন মহাকাশে হারিয়ে যাওয়া বর্জ্যর ধাক্কা খেতে পারেন কেউ মহাকাশচারী তেমন ধাক্কা লাগতে পারে নতুন যন্ত্রেও। উপগ্রহের মেয়াদ শেষ হয়ে গেলেও তা ঘুরতেই থাকে। তেমনই অকেজো উপগ্রহের ধাক্কায় নতুন উপগ্রহের ক্ষতিরও সম্ভবনা থাকে। তাই মহাকাশের বর্জ্যের ব্যাপারে সকলকেই সতর্ক হতে হয়।
Spacewalking is no easy task, but our @NASA_Astronauts train extensively for these moments. This animation show how @AstroBehnken and @Astro_SEAL will work in the vacuum of space to finish replacing the @Space_Station's batteries. https://t.co/UuHV6g2IUE pic.twitter.com/hh8PBtI3mJ
সামান্য আয়না পৃথিবীতে হারালে বা ভাঙলে কিছুই না। কিন্তু মহাকাশে তা বর্জ্যে পরিণত হয়। নাসা যদিও জানিয়েছে, এই হারিয়ে যাওয়া আয়না নিয়ে বিপদের আশঙ্কা নেই। কোনও কিছুর সঙ্গে ধাক্কাধাক্কি হবে না।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন