এ যেন মহাবিপদ! করোনার যাতনা রয়েছে। তারওপর একের পর এক গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। জুন মাসেই পৃথিবীর কাছ ঘেঁষে বেরিয়ে গিয়েছিল তিনটি গ্রহাণু। এবার আরও একটি ছুটে আসছে। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, এবার যে গ্রহটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে সেটা আকারে বিশাল। লন্ডন আই-এর চেয়েও দেড় গুণ বড়। “অ্যাস্টরয়েড ২০২০ এনডি” ২৪ জুলাই পৃথিবীর দিকে ধেয়ে আসবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। তবে কাছ ঘেঁষেই চলে যাবে গ্রহানু। এই যা রক্ষে।
তবে বিষয়টিকে একেবারেই লঘুভাবে দেখছেন না নাসার বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, ১৭০ মিটারের বিশাল গ্রহাণু ঘণ্টায় ৪৮ হাজার কিলোমিটার বেগে এগিয়ে আসছে। ২৪ জুলাই পৃথিবীর .০৪৩ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিটের মধ্যে চলে আসবে। তবে পৃথিবীর সঙ্গে ধাক্কাধাক্কির সম্ভবনা নেই বলেই আশ্বস্ত করছেন নাসার বিজ্ঞানীরা।
জুন মাসেও পৃথিবীর কাছ দিয়ে চলে গিয়েছে বড়সড় তিনটি গ্রহাণু। সেগুলোর কোনও একটি সঙ্গে ধাক্কা লাগলেও, বিপদ হতে পারত। তবে সেগুলোর মতো আগামী বিপদও এমনি কেটে যাবে বলে আশা বিজ্ঞানীদের।
When an asteroid or comet comes close to Earth we call it a near-Earth object. But how close is close? How do we keep track of them? What can we do to mitigate our risk?
— NASA (@NASA) June 30, 2020
☄️ Here’s what you need to know about near-Earth objects this #AsteroidDay: pic.twitter.com/mCjW3FSoz5
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন