দু’টি গ্রহ। বৃহস্পতি ও শনি। একে-অপরের দূরত্ব ৪০৩.৩ মিলিয়ন কিলোমিটার। তবে সৌরমণ্ডলের এই দুই গ্রহই এবার আসছে খুব কাছাকাছি। ৮০০ বছর পর আকাশের বুকে এমন মহাজাগতিক দৃশ্য দেখা যাবে বলছেন জ্যোর্তিবিজ্ঞানীরা। ২১ ডিসেম্বর হবে সেই দিন, যে দিন বৃহস্পতি ও শনি পরস্পরের সবচেয়ে কাছে আসবে। আর সেই যুগলবন্দি দেখা যাবে পৃথিবীর সমস্ত দেশ থেকেই।
টেক্সাসের রাইস ইউনিভার্সিটির জ্যোর্তিবিজ্ঞানের অধ্যাপক পার্টিক হার্টিগান জানান, প্রতি ২০ বছর অন্তর দুই গ্রহের বিন্যাসের তারতম্য ঘটে।৮০০ বছর পর তারা এত কাছে আসছে। এই যুগলবন্দি বিস্ময়কর।এর আগে ১২২৬ সালের ৪ মার্চ এত কাছে এসেছিল বৃহস্পতি ও শনি।
এখনও রাতের আকাশে দুই গ্রহের দেখা মেলে শক্তিশালী টেলিস্কোপে। নিয়মিত লক্ষ রাখলে দেখা যাবে বৃহস্পতি ও শনির দূরত্ব কমছে।১৫ ডিসেম্বর থেকে দূরত্ব কমতে থাকবে। ২১ ডিসেম্বর দুই গ্রহের যুগলবন্দি দেখা যাবে। নিরক্ষরেখা বরাবর দেশগুলো থেকে এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে ভালো দেখা যাবে।১৫ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর দুই গ্রহকে পশ্চিমাকাশে কাছাকাছি দেখা যাবে।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন