সঙ্গীতপ্রেমী ট্যাক্সি চালক। যাত্রীরা গান গাইতে রাজি হলে ভাড়ায় ছাড় দেন। গান গাইলে কখনও কখনও ভাড়া পুরোটাই ছেড়ে দেন। আর ভালো গান গাইলে তো কথাই নেই। ভাড়ায় পুরো ছাড় তো মেলেই উপরন্তু উল্টে বাড়তি হিসেবে মিলে যেতে পারে পুরস্কারও। কী ভাবছেন ! এতে কেবল লোকসানের বহর বাড়ে! মোটেও না। উল্টে যাত্রীরাই টিপস দেন ট্যাক্সি চালককে এবং সেই অঙ্ক কখনও কখনও বেশ বড়সড়। তাইওয়ানের ৫৭ বছর বয়সী ট্যাক্সিচালক চিয়াং লিয়াং। তাঁর সঙ্গীতপ্রেমের জন্য যাত্রীদের কাছে তাঁর ট্যাক্সিতে রাইড সুপারহিট।
তাইওয়ানে ক্যারাওকে খুবই জনপ্রিয়। মাইকের মধ্যেই জনপ্রিয় গানের সুর বা ট্র্যাক দেওয়া থাকে। যাত্রীরা গাইতে রাজি হলে নির্দিষ্ট ট্র্যাকটি চালিয়ে দেওয়া হয়। এরপর সুর, তাল, ছন্দে গানের কলি গাইতে থাকেন সংশ্লিষ্ট যাত্রী। এভাবে লিয়াং অনেক প্রতিভাকে তুলে ধরেছেন ইউটিউবে গানের ভিডিও পোস্ট করে। এডওয়ার্ড চেনের সঙ্গীত প্রতিভা লিয়াংয়ের দৌলতেই মানুষ জানতে পারে। লিয়াংয়ের ট্যাক্সির এমনই মহিমা। তবে তাঁর ট্যাক্সি বুকিংয়ের সময়ই ক্যারাওকেতে রাজি কিনা তা সংশ্লিষ্ট যাত্রীকে জানিয়ে দিতে হয়।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন