ফের এক নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। এবার থেকে হোয়াটস অ্যাপে মিলবে কল ওয়েটিং পরিষেবা। শুধুমাত্র আইফোন ব্যবহারকারীদের হোয়াটস অ্যাপে এতদিন পর্যন্ত পরিষেবাটি চালু ছিল। কিন্তু এখন থেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ফোনেও,হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং দেখা যাবে। তবে কল ওয়েটিং দেখা গেলেও সাধারণ ফোন কলের মতো কল হোল্ড করে অন্য কলটি রিসিভ করা যাবে না। নতুন ফিচার পেতে প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন