চিন থেকে শুরু করোনা ভাইরাসের। এখনও পর্যন্ত মৃত ২৫। আক্রান্ত ৮০০। তার জেরেই ভাইরাসে আতঙ্কিত এখন বিশ্ব। এরই মধ্যে জানা গেল, করোনা ভাইরাসে আক্রান্ত এক ভারতীয় নার্স। কেরালার ওই নার্স সৌদি আরবের হাসপাতালে কর্মরত। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। ভারতের বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ওই নার্স। সুস্থ হয়ে উঠছেন।
তিনি টুইটে জানান, সৌদি আরবে ১০০জন ভারতীয় নার্সকে পরীক্ষা করা হয়। এর মধ্যে একজন নার্সের দেহে করোনা ভাইরাসের জীবাণু মিলেছে। বর্তমানে আক্রান্ত নার্স সৌদির জাতীয় হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। নার্সদের আলাদা করে রাখা হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রীর টুইটের পরিপ্রেক্ষিতে তাঁকে চিঠি লেখেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সৌদি আরবের সঙ্গে যোগাযোগ রেখে আক্রান্ত নার্সের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থার কথা জানান তিনি।
Update from @CGIJeddah : About 100 Indian nurses mostly from Kerala working at Al-Hayat hospital have been tested and none except one nurse was found infected by Corona virus. Affected nurse is being treated at Aseer National Hospital and is recovering well. @PMOIndia @MEAIndia https://t.co/jM0u5243GV
এমনকী, করোনা ভাইরাস ঠেকাতে মঙ্গলবার পর্যন্ত কলকাতা, মুম্বই, চেন্নাই, দিল্লি-সহ সাতটি বিমানবন্দরে প্রায় ৯ হাজার বিমান যাত্রীকে পরীক্ষা করা হবে।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন