শীত মানেই ভ্রমণ পিপাসুদের মনটা নেচে ওঠে। আর সেই ট্রিপ যদি দীর্ঘ লকডাউনের পর হয় কথাই নেই।
টলিউডের মিষ্টি কাপল গৌরব চক্রবর্তী ও রিদ্ধিমা ঘোষ শীতের ট্যুরে পৌঁছে গেলেন হিমালয়ের কোলে, উত্তরাখণ্ডে। সেখানেই নৈনি লেকে ক্যামেরাবন্দি যুগল। নৈনিতালে শিকারা ভ্রমণের ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেছেন অভিনেতা দম্পতি।ছবিতেই স্পষ্ট প্রবল শীতে লেকে ভ্রমণে ভীষণ খুশি তাঁরা।#nainatldiaries দিয়ে ছবি পোস্ট করেছেন যুগল।
২০১১ সালে কৌশিক গাঙ্গুলির ‘রং মিলান্তি’ ছবি দিয়ে বড় পর্দায় ডেবিউ গৌরব চক্রবর্তীর। রিদ্ধিমা ঘোষ ছিলেন ওই ছবির নায়িকা সেটে বন্ধুত্ব থেকে প্রেম। ২০১৭ সালে বিয়ে করেন তাঁরা।
গৌরব টেলিভিশনে ডেবউ করেছিলেন ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ দিয়ে। গৌরব সিরিয়ালে ব্যোমকেশের চরিত্রে জনপ্রিয় হয়েছেন। ছোট থেকেই থিয়েটারে যুক্ত গৌরব। রিদ্ধিমার কেরিয়ার শুরু হয়েছিল ‘বউ কথা কও’ সিরিয়ালে। গৌরবের বাবা ও মা সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী দু’জনেই নাম করা অভিনেতা ও অভিনেত্রী। গৌরবের পূর্বপুরুষও নাট্যটর্চার সঙ্গে যুক্ত ছিল।
রিদ্ধিমার বড় পর্দায় ডেবিউ ছিল শতাব্দী রায়ের ‘ফ্রেন্ড’ ছবি দিয়ে। কৌশিক গাঙ্গুলি ছাড়াও সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজ করেছেন রিদ্ধিমা।বেশ কিছু ছবি করেছেন তিনি।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন