' জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর ।
' প্রতিবেশী দেশ নেপালে একথা মনে রেখে দীপাবলির পাঁচদিন ধরে চলে ' কুকুর তিহার ' বা কুকুর পুজো। কুকুরদের সেখানে অনেক কদর ও যত্ন। নেপালে পাঁচদিন ধরে চলে দীপাবলি চলে। এই পাঁচদিন কুকুরদের সেখানে দেবজ্ঞানে পুজো করা হয়। পোষ্য অথবা রাস্তার সমস্ত কুকুরদের যত্ন করে স্নান করিয়ে ফুল, মালা দিয়ে পুজো করা হয়। তিলক পরানো হয়।
ভালো খাবার খাওয়ানো হয়। এমনকী টিকাও দেওয়া হয়। কুকুরদের স্বাস্থ্যের যত্ন নেওয়া হয় ।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন