চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ। সি এ এ নিয়ে দেশ জুড়ে এখন এই চ্যালেঞ্জের হাওয়া বইছে।অমিত শাহ লখনউ এর সভা থেকে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবকে সি এ এ নিয়ে বিতর্কে বসার চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, এই তিন নেতা নাগরিক আইন নিয়ে রোজ মিথ্যে প্রচার করছেন। ক্ষমতা থাকলে ওঁরা বিতর্কে বসার চ্যালেঞ্জ গ্রহন করুন।
এবার সেই অমিত শাহকেই নাগরিক আইন নিয়ে তর্কযুদ্ধে বসার চ্যালেঞ্জ জানালেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) নেতা আসাডউদ্দিন ওয়েইসি। তিনি বলেন আপনি ওঁদের সঙ্গে কেন তর্ক করতে চাইছেন,আমার মতো দাড়িওয়ালা নেতার সঙ্গে তর্ক করুন। এর পাশাপাশি তিনি বলেন দাড়িওয়ালা নেতেদের সঙ্গে তর্ক করলে টিভি চ্যানেলের টি আর পি বাড়বে। তিনি বলেন, সি এ এ, এন আর শি, এন পি আর সব কিছু নিয়েই তর্কযুদ্ধে করতে প্রস্তুত আছি।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন