কাল শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল এগারোটা নাগাদ তিনি পৌঁছবেন কলকাতা। সাড়ে এগারোটা নাগাদ যাবেন এন এস জি দপ্তরে। দুপুরে অর্থাৎ বেলা আড়াইটা নাগাদ শহিদ মিনার ময়দানে বক্তব্য রাখবেন তিনি। বিকেল চারটে নাগাদ যাবেন কালীঘাট মন্দিরে। এরপর বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
রাত নটা নাগাদ দিল্লি ফিরে যাবেন তিনি। এদিকে অমিত শাহ কলকাতায় এলে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ জানাতে পারে বামেরা। দিল্লির ঘটনায় কংগ্রেস তাঁর পদত্যাগ দাবি করে রাষ্ট্রপতির কাছে স্মারক লিপিও দিয়েছে।এদিকে বিজেপির রাজ্য নেতৃত্ব চাইছে অমিত শাহের জনসভায় রেকর্ড জনসমাগম করাতে।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন