শনিবার রাতে ফের দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্তী অমিত শাহকে। রাতে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অমিত শাহের ডায়াবেটিস থাকায় চিকিৎসকরা কোনও রকম ঝুঁকি নিতে চান নি। হাসপাতাল তাঁর শারীরিক অবস্থা নিয়ে কঅনও রকম বিবৃতি দেয় নি। যদিও সূত্রের খবর তাঁর অবস্থা স্থিতিশীল। এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে একদল চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন অমিত শাহ। এর আগেই তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।
অমিত শাহ নিজেই তাঁর করোনা সংক্রমণের খবর দিয়েছিলেন। ২ অগাস্ট টুইট করে তিনি জানিয়েছিলে তাঁর কোভিড পজিটিভ হয়েছে।সেই সময় তাঁর চিকিতসসসা হয় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। ১৪ অগাস্ট ফের টুইট করেন অমিত শাহ। তিনি জানান, তাঁর কোভিড পরীক্ষার হল নেগেটিভ এসেছে। কোভিড৯ এর ফলাফল নেগেটিভ আসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের পরামর্শে তাঁকে হোম আইসোলেশনে থাকতে হয়। এর ঠিক চারদিন পরেই অমিত শাহ অসুস্থ বোধ করেন। পিঠে ব্যথা এবং ক্লান্তি অনুভব করেন তিনি । ১৮ অগাস্ট তাঁকে কোভিড পরবর্তী চিকিৎসার জন্য দিল্লির এইমসে ভর্তি করা হয়।১৩ দিনি তিনি ছিলেন এইমসে। এরপর ডাক্তাররা তাঁকে পুরোপুরি সুস্থ বলে ঘোষণা করেন। ৩০ অগাস্ট তাঁকে এইমস থেকে ছেড়ে দেওয়া হয়।
শনিবার রাত এগারোটা নাগাদ তিনি শ্বাস কষ্ট বোধ করায় ৫৫ বছরের অমিত শাহকে ফের এইমসে ভর্তি করা হয়।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন