বিলাল জর্জিনকে মনে আছে? সেই দৃষ্টিহীন গায়ক, যিনি পার্কে বসে গান শোনান। নিজের একটি ইউ টিউব চ্যানেলও আছে। কিছুদিন আগেই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর হইচই হয়েছে। তাঁকে নিয়ে মিমও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।আবার তিনি সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে। এবারও তাঁর এক ভিডিও ভাইরাল হয়েছে। দিন কয়েকের মধ্যেই তাঁর ভিডিও ১৬ লাখ ভিউ হয়েছে।
এবার তিনি একটি নিখাদ হিন্দি গান গেয়েছেন। আশির দশকের , কলিয়ঁ কি চামন গানটি গেয়েছেন তিনি। পার্কে বসে গাওয়া সেই গান তিনি নিজের ইউ টিউব চ্যানেলে আপলোড করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত ভিউয়ারের সংখ্যা ১৬ ছাড়িয়ে গেছে। আর কমেন্টের তো ছড়াছড়ি। কেউ লিখেছেন দৃষ্টিহীনতা প্রতিভাকে দমিয়ে রাখতে পারেনা। কেউ তাঁকে লিভিং লিজেন্ড বলতেও দ্বিধা করছেন না। আবার কেউ লিখছেন, ভারতবাসীদের পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন