প্রয়াত কবি-সাহিত্যিক আলোকরঞ্জন দাশগুপ্ত।জার্মানির বাসভবনে স্থানীয় সময় ন’টা নাগাদ মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৭। বার্ধক্য জনিত অসুখে ভুগছিলেন বাংলার এই কবি।
জন্ম ১৯৩৩ সালের ৬ অক্টোবর কলকাতায়।সেন্ট জেভিয়ার্স, প্রেসিডেন্সি, বিশ্বভারতীতে পড়াশোনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলণামূলক সাহিত্য নিয়ে অধ্যাপণার সময়ই জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপণার সুযোগ আসে। দীর্ঘদিন ধরেই তিনি জার্মান নিবাসী। আর এই সময়ই তিনি সাহিত্য ও সৃষ্টিতে মিলিয়েছেন দুই দেশকে। জার্মান বহু সাহিত্য তিনি বাংলার অনুবাদ করেছেন। তাঁর কবিতা, ভাবনার স্বকীয়তা তাঁকে বিশ্ব বরেণ্য করেছে।
১৯৯২ সালে ‘মরমী করাত’ কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান।এছাড়াও রবীন্দ্র ও আনন্দ পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি।জার্মান সরকারের পক্ষ থেকে তিনি পান গ্যোটে পুরস্কার।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন