দেশ জুড়ে এখন সি এ এ এবং এন আর সির আতঙ্ক। একদিকে নয়া নাগরিক আইন নিয়ে চলছে বিক্ষোভ, প্রতিবাদ, মিটিং , মিছিল অন্যদিকে কোনও কোনও রাজ্যে এই আইন লাগু করার প্রক্রিয়াও চলছে।
এই পরিস্থিতিতে এ রাজ্যে বাংলাদেশ পালিয়ে যাওয়ার প্রবণতা নাকি বাড়ছে। সীমান্ত বাহিনীর দাবি সেরকমই। বি এস এফের আই জি ওয়াই বি খুরানা আজ শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করেন। তিনি দাবি করেন বাংলাদেশে পালিয়ে যাওয়ার প্রবণতা নাকি বেড়েছে। পরিসংখ্যাণ তুলে ধরে তিনি এই দাবি করেন। খুরানার দাবি, গত বছরের তুলনায় এবার ২৬৮জন বেশি ধরা পড়েছেন সীমান্ত এলাকায়।এর মধ্যে ৯০ শতাংশই বাংলাদেশে পালিয়া যেতে গিয়ে ধরা পড়েছে।
সি এ এ, এন আর সি যে সারা দেশে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে এই পরিসংখ্যান তারই প্রমাণ দিচ্ছে বলেই মনে করা হচ্ছে।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন