ইউহান ছেড়ে কেউ যেতে পারবেন না। আসতেও পারবেন না। চিন প্রশাসন এই কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। গোটা ইউহানে ব্যরিকেড করে ঘিরে রাখা হয়েছে।পুলিশ কোনও গাড়িকে ইউহানে না ঢুকতে দিচ্ছে না বেরোতে দিচ্ছে। প্রায় এক কোটি দশ লক্ষ মানুষের বাস ইউহানে। ১৩০০ মানুষ আক্রান্ত করোনাভাইরাসে। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৪১ জন।
Novel #coronavirus outbreak in #China: Travel Advisory to travelers visiting China.@PMOIndia @drharshvardhan @AshwiniKChoubey @PIB_India @NITIAayog @MoCA_GoI @MEAIndia @AAI_Official pic.twitter.com/R8IDyFJa7O
এদিকে কলকাতা থেকে যে সব পর্যটক চিনে বেড়াতে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন তাদের মধ্যে ৪০ শতাংশ তা বাতিল করে দিয়েছেন। অনুমান করা হচ্ছে টিকিট বাতিলের সংখ্যা আগামিদিনে আরও বাড়বে। ভারত সরকারের তরফে চিন সফর নিয়ে অ্যাডভাইসরি বা সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, খুব প্রয়োজন না থাকলে কেউ যেন সেখানে না যান। চিন থেকে দেশে ফেরা নাগরিকদের বিমানবন্দরেই স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে সমস্ত প্রধান সরকারি হাসপাতালগুলিকে। এর মধ্যেই নেপালে এক ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক আরও বেড়েছে।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন