এবার খাপ পঞ্চায়েতের কোপে পুরুষ। তারা জানিয়ে দিয়েছে কোনও পুরুষ মানুষ হাফপ্যান্ট পরে বাড়ির বাইরে আসতে পারবেন না। এই নিষেধ না মানলে তাঁদের শস্তি দেওয়া হবে। শুনতে অবাক লাগলেও এ কথা একেবারে সত্যি। উত্তরপ্রদেশের মুজফফরনগরের সিসোলি গ্রামে এই নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার পঞ্চায়েত প্রধান।প্রধান নরেশ টিকাইত জানিয়েছেন গ্রামের প্রবীণরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি একে নির্দেশ বলে মনে করেন না। তিনি বলছেন এ হল গ্রামের প্রবীণদের পরামর্শ। নরেশ টিকাইত জানিয়েছেন এই বিষয়ে বহু মহিলাদের কাছ থেকে তাঁরা অভিযোগ পেয়েছেন। তারপরেই তাঁরা আলোচনায় বসেন। সেখানে ঠিক হয় সব কিছু মেয়েদের ওপর চাপালে চলবে না। সেই কারণেই পুরুষদের ওপর এই নির্দেশ জারি করা হয়েছে।
খাপ পঞ্চায়েতের এই ধরণের নির্দেশিকার ওপর সুপ্রিম কোর্টের স্পষ্ট আদেশ আছে। তারা এই ধরণের কোনও নির্দেশিকা জারি করতে পারবেনা। তবুও খাপ পঞ্চায়েত তাদের হুকুমনামা জারি করেই চলেছে। কিছুদিন আগেই তারা নির্দেশ দেয় চাউমিন খাওয়া চলবে না। তাদের মতে চাউমিন খেলে নাকি ধর্ষণের প্রবণতা বেড়ে যায়। হরিয়ানাতেই এই খাপ পঞ্চায়েত একবার নির্দেশ দেয়, কোনও পুরুষ যদি কোনও ঘটনায় দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের পরিবারের মহিলাদের ধর্ষণ করা হবে।
আজকের দিনেও এই ধরণের হুকুমনামা জারি চলছে এটাই অবাক হওয়ার মতো বিষয়।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন