দিন তিনেকের মধ্যেই চালু হবে লোকাল ট্রেন। তবে আপাতত অর্ধেক যাত্রী নিয়েই ছুটেত চায় রেল। সামাজিক দূরত্ববিধি কীভাবে মেনে ট্রেন চালু করা যায় তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ৫ তারিখের বৈঠকে।কিছু ট্রেন গ্যালোপিন করার ভাবনা রয়েছে। চালু হবে ই-টিকিট।
রাজ্য চাইছে অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়াতে। যাতে ভিড় নিয়ন্ত্রণ সম্ভব হয়। রেল সূত্রে খবর, ১০-১৫ শতাংশ ট্রেন দিয়ে পরিষেবার কথা ভাবা হচ্ছে। একটি ট্রেনে ১২০০ জন বসতে পারেন। আপাতত ৬০০জন যাত্রী নিয়ে ট্রেন চালানোর পরিকল্পনা। যাতে সামাজিক দূরত্ববিধি পালন করা যায়।তবে কালীপুজোর পর ট্রেনের সংখ্যা বাড়ানোর ভাবনা রয়েছে।
এমনিতে শিয়ালদা লাইনে দৈনিক ৯১৫ ও হাওড়া শাখায় ৪০৭টি ট্রেন যাতায়াত করে। তবে আপাতত শিয়ালদহ শাখা ১৫০ ও হাওড়া শাখায় ১০০টি ট্রেন দিয়ে পরিষেবার কথা শোনা যাচ্ছে।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন