ভারতে নারী শক্তির জয়জয়কার।
সেনা দিবসে পুরুষ বাহিনীকে নেতৃত্ব দেওয়ার পর প্রজাতন্ত্র দিবসেও কুচকাওয়াজে নেত্রীর ভূমিকায় দেখা গেল তানিয়া শেরগিলকে।ক্যাপ্টেন ভাবনা কস্তুরীর পর তানিয়া দ্বিতীয় মহিলা যিনি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেতৃত্ব দিলেন। এমন দায়িত্ব পেয়ে আপ্লুত তানিয়া। তাঁর কথায়, এটা স্বপ্নের মতো। তবে এই নেতৃত্ব দেশের প্রতি তাঁর কর্তব্য আরও বাড়িয়ে দিল।
কর্পস অফ সিগন্যালসের ক্যাপ্টেন তানিয়ার তিন পুরুষ সেনাবাহিনীতেই রয়েছেন।ভারতীয় সেনাবাহিনীর এই ইউনিটটি মিলিটারি কমিউনিকেশন নিয়ন্ত্রণ করে। ছোট থেকে সেনাবাহিনীর উর্দি পরা বাবাকে দেখে তানিয়ারও স্বপ্ন হয়ে ওঠে দেশের সেবা। প্রতিরক্ষায় যোগদান।ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন নিয়ে স্নাতক হওয়ার পর সেনাবাহিনীতে যোগ দেন। ২০১৭ সালে তাঁরে কর্পস অফ সিগন্যালসের ক্যাপ্টেন করা হয়।
২০১৫ সালে নেতৃত্ব দিয়েছিলেন ভাবনা কস্তরী। এবার সেই ঐতিহ্য এগিয়ে নিয়ে গেলেন তানিয়া।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন