৭১তম প্রজাতন্ত্র দিবসে গুগলের ডুডলে স্থান পেল ভারতের সংস্কৃতি ও বৈচিত্র্য। দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এমন দিনে ডুডলে ফুটে উঠল তাজমহল থেকে ইন্ডিয়া গেট, ছৌ নাচ, জাতীয় পাখি, বৈচিত্রময় সংস্কৃতি। ভারতের ঐতিহ্যকে অন্য মাত্রায় ফুটিয়ে তুলেছেন সিঙ্গাপুরের শিল্পী মেরু শেঠ।
১৯৫০ সালে সংবিধান কার্যকর হওয়ার পর থেকে ২৬ জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। দিল্লিতে রাষ্ট্রপতি ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা করেন। এরপর সেনাবাহিনী কুচকাওয়াজ করে। সঙ্গে বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয় দেশের সংস্কৃতি, ঐতিহ্যকেও। আমন্ত্রিত থাকেন কোনও না কোনও দেশের রাষ্ট্রপ্রধান। এবার আমন্ত্রিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন