বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোটে সিলমোহর দিলেন সনিয়া গান্ধি। এদিন কংগ্রেস হাইকমান্ডের সম্মতির বিষয়টি সাংবাদিক সম্মেলন করে জানিয়েদেন অধীর চৌধুরী। দিলিতে অধীর চৌধুরী জানান আগামি ভোটে তাঁরা বামেদের সঙ্গে একযোগে লড়াই করবেন।
অধীর চৌধুরী দাবি করেন, গত লোকসভা ভোটে রাজ্যে বিজেপি ভাল ফল করলেও বিধানসভা নির্বাচনে তা হবে না। এ রাজ্যে এবার বাম-কংগ্রেস জোট অনেক ভাল ফল করবে বলেই দাবি করেন তিনি।
এদিকে বাম নেতা সুজন চক্রবর্তীও জানিয়েছেন, তাঁরা কংগ্রেসের সঙ্গে জোট করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন।তিনি বলেন তাঁদের দলের সর্বোচ্চ নেতৃত্ব কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করায় সবুজ সঙ্কেত দিয়েছে। কংগ্রেসের হাইকমান্ড তাতে সায় দেওয়ায় বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের কাজ আরো গতি পাবে। তিনি বলেন, বিজেপি এবং তৃণমূল দুই শক্তির বিরুদ্ধেই এবার রাজ্যের মানুষ বাম-কংগ্রেস জোটকে বেছে নেবেন।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন