রাতে ভালো করে ঘুমিয়ে এখন অনেকটাই চনমনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।শুক্রবারই তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছিল।শনিবার বেশ ভালোই আছেন তিনি। কথা বলেছেন স্ত্রী ও মেয়ের সঙ্গে। খোঁজ নিয়েছেন তাঁদের বাড়ির যিনি দেখাশোনা করেন সেই তপনবাবুরও।
আপাতত প্রবীণ নেতার অক্সিজেন স্যাচুরেশন ঠিকঠাকই রয়েছে। রক্তে বিভিন্ন উপাদানের মাত্রাও সন্তোষজনক।বুদ্ধবাবুর শারীরিক অবস্থার উন্নতিতে আশাবাদী চিকিত্সকরাও। ৭৬ বছরের নেতা গত কয়েক বছর ধরেই অসুস্থ। সিওপিডির শিকার তিনি। নাকে নল লাগিয়েই রাখতে হয়। নল দিয়েই খাওয়া-দাওয়া করছেন এখন তিনি।
দিন কয়েক আগে প্রবল শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে। আশার কথা একটাই তিনি করোনা আক্রান্ত হননি। প্রথমদিকে ভেন্টিলেশন সাপোর্টের প্রয়োজন হলেও, এখন তিনি একটু ভালো। আপাতত অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড দেওয়া হচ্ছে তাঁকে। ১১ সদস্যের মেডিক্যাল বোর্ড বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিত্সার খেয়াল রাখছে।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন