রাজ্য রাজনীতিতে ফের বৈশাখী হাওয়া। বেশকিছুদিন শোভন-বৈশাখীর কোনও উচ্চবাচ্য ছিল না। হঠাৎই ফিরে এল বৈশাখী হাওয়া। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সম্প্রতি ঘোষণা করেছিলেন পুরসভা নির্বাচনে শোভন চট্টোপাধ্যায়কে সামনে রেখেই তাঁরা এগোতে চান।
এরপরই মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেখা করেন বৈশাখী। দুজনের মধ্যে প্রায় ঘন্টা দেড়েক একান্তে কথা হয়। পরে সাংবাদিকদের বৈশাখী বলেন তাঁর পদত্যাগ পত্র নিয়ে কথা হয়েছে। শোভন বা তাঁর নিজের তৃণমূলে ফেরার বিষয়টি তিনি শোভনের ওপর ছেড়ে দেন। তবে এদিন একটা কথা তিনি স্পষ্ট করে দেন যে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে তিনি রাজনীতি করবেন না।
এদিকে পার্থ চট্টোপাধ্যায় জানান, শিক্ষামন্ত্রী হিসেবে বৈশাখীর সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁদের রাজনীতিতে ফেরার বিষয়টি এড়িয়ে যান তিনি।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন