ধর্ষনে অভিযুক্ত স্বঘোষিত গডম্যান স্বামী নিত্যানন্দের বিরুদ্ধে এবার ব্লু নোটিশ জারি করল ইন্টারপোল। সাধারণত কোনও ব্যক্তি যখন কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয় বা নিঁখোজ থাকে, অথবা দেশ থেকে পালিয়ে গিয়ে থাকেন তাহলে তাঁর বিরুদ্ধে এই ব্লু নোটিশ জারি করা হয়। গুজরাত পুলিশের আর্জিতেই এই নোটিশ জারি করেছে ইন্টারপোল।
২০১৯এর নভেম্বরে প্রথম তাঁর বিরুদ্ধে এফ আই আর করে পুলিশ। সেই সময় দুজন মহিলারও নিঁখোজ হওয়ার খবর পাওয়া যায়। এছাড়াও তাঁর বিরুদ্ধে শিশুদের দিয়ে টাকা-পয়সা তোলানোর অভিযোগও ছিল।এইসব কীর্তি কলাপ সামনে আসার সময়ই তাকে ওয়ান্টেড ঘোষণা করে গুজরাত পুলিশ।
স্বঘোষিত গডম্যান নিঁখোজ হয়ে যাওয়ার পর তাঁর সম্পর্কে কোনও খবর দিতে পারেনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রক।যদিও গুজরাত পুলিশের একটি সূত্র জানিয়েছিল নিঁখোজ স্বামী ত্রিনিদাদ বা টোবাগোতে থাকতে পারেন। পরে সেই তালিকায় যোগ হয় ইকুয়েডরের নামও। যদিও তার বিষয়ে নির্দিষ্ট কোনও খবর পাওয়া যায় নি। এবার তার বিরুদ্ধে জারি হল ব্লু নোটিশ।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন