সাহস থাকলে বিতর্কে নামুন।সি এ এ বিরোধী নেতাদের এবার এই ভাষায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অমিত শাহ।লখনউ এর সভা থেকে তিনি সি এ এ বিরোধী তিন নেতা রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবকে বিতর্কে বসার আহ্বান জানান।
অমিত শাহ বলেন, বিরোধীরা বাস্তব দেখতে পাচ্ছে না। কারণ ওদের চোখে ভোটব্যাঙ্কের চশমা রয়েছে। এর পাশাপাশি তিনি বলেন, যত ইচ্ছে আন্দোলন করুন-এই আইন বদলের কোনও প্রশ্নই নেই। আমরা ভয় পাই না। এদিন উত্তরপ্রদেশ বিজেপি থেকে এই আইন পাশ করার জন্য ধন্যবাদ জানাতে এক সভার আয়োজন করা হয়। সেখানেই তিনি তীব্র ভাষায় বিরোধীদের আক্রমণ করেন।অমিত শাহের অভিযোগ, প্রতিদিনই কংগ্রেস, তৃণমূল এবং সমাজবাদী পার্টি থেকে মিথ্যে প্রচার করা হচ্ছে। আমি আপনাদের আশ্বস্ত করে বলছি এই আইন কারুর নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য হয়নি। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের সংখ্যালঘূদের নাগরিকত্ব দেওয়ার জন্য করা হয়েছে।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন