রবিবার ৭১তম প্রজাতন্ত্র দিবস। সকালে রাজধানীতে রাষ্ট্রপতি পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সূচনা করবেন অনুষ্ঠানের। উপস্থিত থাকবেন ব্রাজিলের প্রধানমন্ত্রী জাইর বলসোরানো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও অতিথি অভ্যাগতদের উপস্থিতিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখতে নারাজ নিরাপত্তাবাহিনী। গোটা দিল্লিকে মুড়ে ফেলা হচ্ছে চার স্তরের নিরাপত্তায়। জঙ্গি নাশকতা ও যেকোনওরকম হামলার ছক রুখতে বিশেষ সুরক্ষা বেষ্টনী তৈরি করা হয়েছে। ড্রোনের মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি। ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে দুষ্কৃতীদের চিহ্নিত করার ব্যবস্থাও থাকছে। রাস্তায় নামানো হচ্ছে ১০০০০ জন নিরাপত্তা কর্মী। প্যারেডের রাস্তার পাশের বহুতলে মোতায়েন করা হচ্ছে স্নাইপার। থাকছে শার্প শুটারও। প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তায় রাত-দিন টানা টহলদারির ব্যবস্থাও তাকছে গোটা রাজধানী জুড়ে।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন