পায়ের তলায় সর্ষে। কিন্তু আটকাচ্ছে রেস্তোতে? আর ভাবনা নেই। লাগে টাকা দেবে ভারত সরকার।
ছুটিটা জোগাড় করতে পারলেই হল না।একটাই শর্ত একবছরেই ঘুরতে হবে ভারতের ১৫টি জায়গায়।সেখানকার ছবি তুলে পোস্ট করতে হবে সরকারি ওয়েবসাইটে। ব্যাস তাহলেই হবে।
পর্যটনে উৎসাহ দিতে সম্প্রতি এমনই পদক্ষেপ করছে ভারত সরকার।#dekhoapnadesh নামে সোশ্যাল সাইটে ক্যাম্পেনও শুরু হয়েছে।পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল টুইট করেছেন।বলেছেন, “দেখো আপনা দেশ। ভারতের শিল্প, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের গভীর ডুব দিন।”
Packing my bags... ????????#DekhoApnaDesh https://t.co/dCLALroCih
তবে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীর কথায়, “বিষয়টাকে অর্থনৈতিক লাভ হিসেবে দেখবেন না। বরং এটাতে পর্যটনে উৎসাহ ভাতা হিসেবে দেখা যেতে পারে।”
এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে “দেখো আপনা দেশ”।১৫টি জায়গার তালিকা করে দেওয়া হবে। তার মধ্যে থাকছে কোণার্কের সূর্যমন্দিরও।
এবার ব্যাকপ্যাক গুছিয়ে নিন।চিন্তা কী, পাশে যখন আছে ভারত সরকার।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন