যমজ ভাই বোনদের নিয়ে অনেক মজার কথা, ভ্রান্ত ধারণা চালু রয়েছে। একজনকে চিমটি কাটলে অন্যের লাগে, দুজনের একসঙ্গে জ্বর হয় এমন সব ভ্রান্ত ধারণা আছে যেগুলো বেশ মজারও। কারণটা অবশ্য দুজনের ( যমজ ভাই অথবা যমজ বোন ) শারীরিক সাদৃশ্যের জন্য অনেকটা এবং সাধারণভাবে যমজ ভাই বা যমজ বোনের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের আপাত মিল থাকার কারণেও খানিকটা। দুজনের পচ্ছন্দ অপচ্ছন্দ প্রায় একরকম হওয়ার কারণেই মানুষের মধ্যে যমজদের সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা তৈরির পাশাপাশি তৈরি হয় কৌতূহল। যদিও এসব ক্ষেত্রে যমজরাও পরোক্ষে ভূমিকা পালন করে থাকে। কিন্তু আমেরিকার টেনেসির নক্সভিলের বাসিন্দা যমজ বোন অটম শ এবং অ্যাম্বার ট্র্যামোনটানা নিজেদের জন্মদিনে একই হাসপাতালে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে একটি করে কন্যা সন্তানের জন্ম দিয়ে যা করলেন তা এক কথায় বলতে হয় ' অদ্ভুত সমাপতন। ' হাসপাতালের চিকিৎসক জর্জ ভিক জানিয়েছেন, তাঁর পেশাগত জীবনে এর আগে এমন চমকপ্রদ ঘটনা দেখেননি।
যমজ দুই বোন কিন্তু বেশ মজাই পেয়েছেন। আসলে তাঁরা পরিকল্পনা করেই গর্ভধারণ করেছিলেন যাতে ২৯ অক্টোবর তাঁদের জন্মদিনে সন্তানের জন্ম দিতে পারেন। দুই বোন নিজেরা ছোটবেলা থেকে স্কুল, কলেজ, পেশাগত প্রশিক্ষণ নেওয়া সবই একসঙ্গে করেছেন। নিজেদের খেলনা, খাবার, বই, জামাকাপড় সমস্ত কিছু ভাগ করে নিয়েছেন। নিজেদের সন্তানদের মধ্যে সেই অভিজ্ঞতা বিলিয়ে দেওয়ার উদ্দেশ্যে একইসময়ে সন্তানের জন্ম দেওয়ার পরিকল্পনা করেন ওই যমজ বোন। তবে দুজনেরই এবার দ্বিতীয় সন্তান। এর আগে দুই বোনেরই একটি করে পুত্রসন্তান রয়েছে যাদের মধ্যে বয়সের ফারাক মাত্র আড়াই মাস। সন্তান জন্মদানের ক্ষেত্রেও যমজ বোন অটম শ এবং অ্যাম্বার ট্র্যামোনটানার বড়বেলাতেও সাদৃশ্য অনেকটাই বজায় রইল।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন