হাঁটতে পারে, শার্কের এমন পাঁচটি নতুন প্রজাতির খোঁজ মিলল অস্ট্রেলিয়ার পশ্চিম ও নিউ গিনির দক্ষিণে।শুধুই খোঁজই নয়, গবেষকরা দেখলেন নতুন প্রজাতির শার্ক বাড়ছে।
এমনিতে শার্ক বা হাঙর বললে ধারালো দাঁত যুক্ত ভয়ংকর মাংশাসি প্রাণীর কথাই মনে হয়।তবে নতুন প্রজাতির এই শার্করা ভয়ঙ্কর নয় মোটেই। আকারে বেশ ছোট।তাদের পাখনাগুলো প্রচণ্ড শক্ত। ছোটখাটো মাছ ও সামুদ্রিক প্রাণী খায় তারা।
কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির গবেষক ক্রিশ্চিন জানান, ১২ বছর ধরে এ নিয়ে গবেষণা চলছে।মূলত এই প্রজাতির শার্কদের খাদ্যাভ্যাস গবেষণার বিষয়বস্তু। এ ধরনের শার্কের পাখনাগুলো বেশ শক্ত। দেখা গিয়েছে অগভীর জলে এরা যেমন সাঁতরাতে পারে, তেমন হাঁটতেও পারে। নতুন চারটি প্রজাতির শার্ক পাওয়া গিয়েছিল আগে। এখন ন’টি প্রজাতির হাঁটতে পারা শার্ক মিলেছে।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন