ডোরবেলের আওয়াজে দরজা খুলে চমকে উঠলেন গৃহস্থ। দরজায় পুলিশ হাজির। পুলিশ দেখে সকলের মতোই ভয় পেয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের বার্কশায়ারের ওই গৃহস্থ। অভয় দিলেন তাঁর সামনে হাজির সেই পুলিশকর্মীই। জানালেন, গৃহস্থের অনলাইনে অর্ডার করা কাবাব পৌঁছে দিতে এসেছেন তিনি। গৃহস্থের তো এবার অবাক হওয়ার পালা। হেসে পুলিশকর্মীটি জানালেন, ডেলিভারি বয় গ্রেফতার হয়েছে। তাই তাঁর আসা। গৃহস্থ যাতে কাবাবের আস্বাদ থেকে বঞ্চিত না হন, তারজন্য তিনি কাবাব পৌঁছে দিতে এসেছেন। ব্রিটিশ পুলিশের এ হেন আন্তরিকতায় আপ্লুত নেট নাগরিকরা। অনেকে এজন্য ব্রিটিশ পুলিশের প্রশংসা করেছেন।
গাড়ি নিয়ে আসছিল ডেলিভারি বয় কিন্তু নেশা করে গাড়ি চালাচ্ছিলেন। নজরে পড়তেই পুলিশ ওই ওই ডেলিভারি বয়কে গ্রেফতার করে এবং গাড়িটি বাজেয়াপ্ত করে। গাড়ির ট্যাক্স টোকেন, বা বীমার কাগজপত্রও ঠিক মতো দেখাতে পারেন নি ওই ডেলিভারি বয়। যা নথিপত্র তিনি দেখান তা সন্তুষ্ট করতে পারেনি কারণ সেগুলি ছিল জাল। অনলাইনে কাবাব অর্ডার করা ওই গৃহস্থকে সবটা জানিয়ে তাঁর হাতে কাবাব তুলে দিয়ে হাসিমুখে বিদায় নেন ওই পুলিশ কর্মী।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন