রবিবার ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টের। ওই কপ্টারে ছিলেন কোবের ১৩ বছরের মেয়ে জিয়ানাও।
লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভা জানান, রবিবার সকাল ৯.৫০ মিনিটে সিকোরস্কি এস-৭৬বি হেলিপকপ্টারটি জন ওয়েনের বিমানবন্দর থেকে উড়েছিল। কপ্টারটি গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই কালাবাসার লাস ভার্জিনিয়া রোড ও উইলো গ্লেন স্ট্রিটের কাছে ভেঙে পড়ে। ওই হেলিকপ্টারে পাইলট-সহ ছিলেন ৯ জন যাত্রী।
তবে এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্তর্ঘাত বা অন্য রহস্য রয়েছে তা তদন্ত করে দেখছে ফেডারেল এভিয়েশন প্রশাসন ও জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড। তদন্ত করছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন(এফবিআই)ও। তবে তদন্তকারীদের মতে, যে সময় হেলিকপ্টারটি উড়েছিল সে সময়ে আবহাওয়া পরিস্থিতি মোটেও ভালো ছিল না। ঘন কুয়াশায় ভরে ছিল চারিদিক। তারই মাঝে ওড়ে কপ্টারটি। এজন্য দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। ওই কপ্টারে বেসবল কোচ জন অল্টোবেলিও ছিলেন।
পাঁচবার এনবিএ চ্যাম্পিয়ন বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টের মৃত্যুতে শোকাহত গোটা বিশ্ব। রবিবার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত গ্র্যামি পুরষ্কার প্রদান অনুষ্ঠানে কোবেকে স্মরণ করে গান গেয়েছেন অ্যালিসিয়া কিস ও বোয়েজ IIমেন। টুইট করে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা থেকে শুরু করে বলিউড সেলেব -সহ আরও অনেকে।
Kobe Bryant, despite being one of the truly great basketball players of all time, was just getting started in life. He loved his family so much, and had such strong passion for the future. The loss of his beautiful daughter, Gianna, makes this moment even more devastating....
What a tragedy. #KobeBryant. #GiannaBryant RIP
— Farhan Akhtar (@FarOutAkhtar) January 27, 2020
Deepest condolences to his family and wish them strength at this time of unimaginable grief. @kobebryant
This is heartbreaking. Rest In Peace Kobe.
Kobe was a legend on the court and just getting started in what would have been just as meaningful a second act. To lose Gianna is even more heartbreaking to us as parents. Michelle and I send love and prayers to Vanessa and the entire Bryant family on an unthinkable day.
I didn’t follow the sport and can’t claim to have known too much about him...but this untimely death of a father and daughter just breaks my heart...I hope the universes give strength to his family , friends and fans across the world....#KobeBryant #RIP
With love and rememberance... #RIPMamba ... #KobeBryant pic.twitter.com/ZSibJr4uuy
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন