করোনা আবহের মাঝেই অবশেষে ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে প্রথম কোনও প্রতিযোগীতামূলক খেলা। আইএসের হাত ধরেই কার্যত ২০২০ সালে ফিরছে ভারতীয় ফুটবল। তবে এই অতিমারী পরিস্থিতীতে কতটা সুরক্ষা বজায় রেখে এই আইএসএল সম্পন্ন করা সম্ভব তা নিয়েই চিন্তায় ক্রীড়াবিদরা। তবে আইএসএলকে আশার আলো দেখাচ্ছে সফল আইপিএলের জৈব সুরক্ষা বলয়।
করোনা আবহে ক্রীড়া কর্মসূচী আয়োজন করা প্রায় অনিশ্চিত ছিলই বলা চলে। তাই ক্রীড়াক্ষেত্রকে মূল স্রোতে ফেরাতে প্রথম থেকেই গুরুদ্বায়ীত্ব পালন করেছেন কেন্দ্রের ক্রীড়া দফতর। বিদেশের ভঙ্গিমায় ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে পরিচয় করানো হয়েছে বায়োবাবলের। তা সফলও হয়েছে আরবের মাটিতে। এবার সেই জৈব সুরক্ষা বলয়ের উপর ভরসা রেখেই গোয়ার মাটিতে আইএসএলের আসর বসাতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। তবে প্রশ্ন একটাই, আরবের মাটিতে সফল হলেও ভারতের মাটিতে কি সফল হতে পারবে এই অদৃশ্য বেলুন? উত্তরের বিশ্লেষণে না গিয়ে একবার দেখে নেওয়া যাক কি থাকছে আইএসএলের বায়োবাবলের রুলস অ্যান্ড রেগুলেশনস...
এই নিয়মাবলির মধ্যে দিয়েই আজ আইএসএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে শেষ বারের চ্যাম্পিয়ন এটিকে ও মহোনবাগানের সংযুক্ত দল এটিকে মোহনবাগান ও শেষ বার মোহনবাগানকে আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনার নেতৃত্বে গড়ে ওঠা কেরালা ব্লাস্টার্স। এটিকের দিকে পাল্লা ভারী থাকলেও কিবুকে সন্মানের চোখেই দেখছে রয় কৃষ্ণারা। তবে শেষ হাঁসি কার মুখে ফুটবে তা বোঝা যাবে রাত ৭টায় খেলা শুরুর পর।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন