অদ্ভুত শখ। যার জেরে এখন হাজতবাস করতে হচ্ছে তুরস্কের দুধ প্রক্রিয়াকরণ কারখানার কর্মী উগুর টুটগুটকে। তাঁর শখ হয়েছিল দুধে স্নান করার। ঠিক একেবারে বাড়িতে বাথটাবে যেভাবে স্নান করা হয় তেমনভাবে। দুধভর্তি চৌবাচ্চায় নগ্ন শরীরে আয়েশ করে স্নান করতে গিয়ে এমন বিপত্তি বাঁধবে তা তাঁর কল্পনার বাইরে ছিল। মগ নিয়ে মাথায় দুধ ঢেলে তাঁর স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করার অপরাধে গ্রেফতার হয়েছেন আরও একজন। তিনিও এখন হাজতে।
আর হবেন নাই বা কেন ! তুরস্কে আইনকানুন এব্যাপারে কড়া। তাঁর তোলা ভিডিও ইউটিউবে আপলোড করেছিলেন। ভেবেছিলেন অভিনব কাণ্ড দেখে বেশ মজা পাবেন দর্শকরা। লাইক আর প্রশংসাসূচক মন্তব্যের বন্যা বয়ে যাবে। কিন্তু বিধি বাম। বিপুল পরিমাণ দুধ ইচ্ছাকৃতভাবে নষ্ট করার জন্য তুর্কি নয়া অবতার এখন শ্রীঘরে।
Bir süt fabrikasında çekilen ve Tiktok'ta paylaşılan 'süt banyosu' videosu.
Fabrikanın 'Konya'da olduğu' iddia ediliyor. pic.twitter.com/erkXhlX0yM
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন