মহাকাশে শ্যুটিং হবে। চাই সুমুখশ্রীযুক্ত অভিনেত্রী। তবে শুধু সুমুখশ্রীযুক্ত হলে হবে না। অভিনেত্রীর ভাইটাল স্ট্যাটিস্টিক্স নির্দিষ্ট করে দিয়েছে বিজ্ঞাপনদাতা। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে শ্যুটিংয়ের জন্য অভিনেত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়েছে রাশিয়ার একটি বিশিষ্ট টিভি চ্যানেল ও প্রোডাকশন হাউস। মহাকাশে তাদের প্রোডাকশনে অভিনয়ের জন্য সুমুখশ্রীযুক্ত অভিনেত্রীর কী কী যোগ্যতা ও বৈশিষ্ট্য থাকতে হবে বিজ্ঞাপনে বলা হয়েছে। যা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে চর্চা। রুশ নাগরিক প্রার্থীর বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ এর মধ্যে। উচ্চতা ১৫০ থেকে ১৮০ সে.মির মধ্যে। ওজন ন্যূনতম ৫০ কেজি কিন্তু তা ৭৫ কেজি ছাড়ালে চলবে না। এরপর এসেছে ভাইটাল স্ট্যাটিস্টিক্সের প্রসঙ্গ। অভিনেত্রীর বুকের ছাতি হতে হবে ১১২ সে.মি অর্থাৎ ৪৪ ইঞ্চি এবং সেইসঙ্গে মানানসই কোমর ও নিতম্ব। একইসঙ্গে প্রার্থীর কোনও অপরাধের রেকর্ড থাকলে চলবে না। হলিউড অভিনেতা টম ক্রুজ প্রথম মহাকাশে গিয়ে শ্যুটিং করবেন বলে শোনা গিয়েছিল। এবার পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে শ্যুটিং করতে সেখানে হাজির হবেন রুশ অভিনেত্রী।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন