ধরা পড়েছে মসুলে মসজিদ ধ্বংসকারীদের অন্যতম মাথা আইসিস জঙ্গি।আর তাকে গ্রেফতার করে নিয়ে যেতেই যত বিপত্তি। কারণ, ২০১৪ সালে বিস্ফোরণকাণ্ডের অন্যচম চক্রীর চেহারা। থলথলে শরীর নিয়ে সে নিজেও ওঠা-হাঁটা করতে পারে না। শুধু শুয়ে-বসে মাথা ঘামিয়ে কু-কাজ করে বেড়ায়। ওজন তার ২৫০ কেজি।এই চেহারায় পুলিশের গাড়িতে আঁটা সম্ভব না-হওয়ায় তাকে ধরে নিয়ে যেতে ইরাকি সেনাকে ব্যবস্থা করতে হল ট্রাকের।
জাব্বা দ্য জিহাদি নামে পরিচিত শিফা আল নিমা।আবু আবদুল বারি নামেও পরিচিত আইসিস জঙ্গিদের এই নেতা। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে মসুলের বিশেষ বাহিনী। কিন্তু জাব্বাকে গাড়ি করে নিয়ে যেতে গিয়েই বিপত্তি বাধে। অত বড় চেহারা সাধারণ গাড়িতে আঁটা সম্ভব নয় বলে আনা হয় ট্রাক।
চেহারা এমন হলেও, মাথা কিন্তু ভালই কাজ করে জাব্বার। নানা রকম ফতোয়া তৈরি, সেই ফতোয়া না মানলে তাকে খুনের নির্দেশ, এটাই কাজ তার। অভিযোগ ২০১৪ সালে মসুলে মসজিদে বিস্ফোরণ ঘটানোর পেছনে তারই মাথা ছিল। তার নির্দেশেই মসজিদে বিস্ফোরক রাখা হয়েছিল।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন