চিনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা ৬০ বছরের বৃদ্ধ ইয়ানের চোখে মারাত্মক জ্বালা। চোখ রগড়ে রগড়ে আরও লাল। যা হয়, গোড়ায় অনেকেই সামান্য ব্যাপার বলে সমস্যাকে আমল দেয়না বিশেষ। ঘরোয়া টোটকায় সেরে যাবে মনে করে একইভাবে খানিকটা গাফিলতি করেছিলেন ওই বৃদ্ধ। পরে সমস্যা আরও বৃদ্ধি পাওয়ায় আর থাকতে না পেরে হাসপাতালমুখো হয়েছিলেন।
সোঝউ উপত্যকার মিউনিসিপ্যাল হাসপাতালে গিয়ে চোখ পরীক্ষা করান চিকিৎসকদের কাছে। একাধিকবার তাঁর চোখের পর্যবেক্ষণ ও পরীক্ষানিরীক্ষা হয়। আর তা করতে গিয়ে জি টিং নামে এক চিকিৎসকেরই চোখ উঠল কপালে। রোগী ইয়ানের চোখের মধ্যে গিজগিজ করছে কৃমি! সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ড গঠন করেন তিনি। চোখের অস্ত্রোপচার করা হয়। ওই অস্ত্রোপচারের ভিডিও ভাইরাল হয়েছে।
চোখের রেটিনায় থিকথিক করছে কৃমি। অতি সরু সুতোর মতো কৃমিগুলো প্রায় ২ - ৩ ইঞ্চি লম্বা। অস্ত্রোপচার করে একে একে সবকটি কৃমিকে রোগীর চোখ থেকে বার করে আনেন চিকিৎসকরা। সংখ্যাটা অন্ততপক্ষে ২০। এই কৃমি এক ধরনের পরজীবী। মানুষের ত্বক বা মুখ দিয়ে চলাচল করে। এভাবেই চোখে বাসা বেঁধেছিল ওই রোগীর চোখে।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন