ফটো গ্যালারি: কলকাতার বাজি
কলকাতায় বেআইনি বাজির রমরমা। পুলিশের হাতে বাজেয়াপ্ত বাজির মাত্রা ছাড়ালো বিগত বছরগুলিকে।
রাজ্য জুড়ে বেআইনি বাজির তান্ডব রুখতে অভিযানে নামে পুলিশ। ২০১৯ সালে পুলিশের হাতে বাজেয়াপ্ত ৯ হাজার ১০০ কেজি বাজি
২০১৮ সালে সেই বাজি বাজেয়াপ্ত হওয়ার পরিমান ছিল ৬ হাজার ৩০০ কেজি। চলতি বছর যার মাত্রা ছাড়িয়েছে।
বাজেয়াপ্ত বাজির বেশিরভাগ শব্দবাজি। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বাজিতে নিষেধাজ্ঞা জারি করলেও এখনও রমরমা বাজি ব্যবসা।
বাজেয়াপ্ত বাজির বেশিরভাগটাই বাস বা অটো করে নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশের দাবি। এলাকা এলাকায় নাকা তল্লাশির চালানোয় ধরা পড়েছে এই বাজি।
ইস্ট এবং পোর্ট ডিভিশনে বেআইনি শব্দ বাজির প্রকোপ বেশি বলে দাবি পুলিশের। তাই দীপাবলিতে বেআইনি বাজি নিয়ে পুলিশকে আরও তৎপর থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।